বিনোদন ডেস্ক : ২০১৮ সালে বলিউডে মুক্তি পেয়েছিল শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও শহীদ কাপুরের ভাই ইশান খাট্টার অভিনীত দর্শকপ্রিয় সিনেমা ‘ধড়ক’। যেটি মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি সংস্করণ ছিল। এবার পর্দায় আসতে চলছে সেই ‘ধড়ক’ সিনেমার সিক্যুয়াল।
‘ধড়ক’ যেমন একেবারে এক নতুন জুটি উপহার দিয়েছে দর্শককে ঠিক তেমনই ‘ধড়ক ২’র জন্যেও এক নতুন জুটি পরিকল্পনা করেছেন প্রযোজক করণ জোহার। জানা গেছে, ‘ধড়ক ২’ সিনেমায় প্রথমবারের মত জুটি বাঁধতে চলেছেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং ‘অ্যানিমেল’ খ্যাত তৃপ্তি দিমরি। সোমবার (২৭ মে) ঘোষণা এসেছে, নবাগত পরিচালক শাজিয়া ইকবালের হাতেই একটি আকর্ষণীয় প্রেমের গল্পকে ঘিরে নির্মিত হবে ‘ধড়ক’র সিক্যুয়াল। যেটি চলতি বছরের ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশাবাদী এর পরিচালক ও প্রযোজনা সংস্থা।
এর আগে গত বছর প্রথমবারের মত ‘ধড়ক’ এর সিক্যুয়াল নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন করণ জোহর। মূলত বক্স অফিসে ‘ধড়ক’র জনপ্রিয়তাই এর সিক্যুয়াল নির্মাণে আশা জাগিয়েছে করণের মনে। তবে ‘ধড়ক’এর মত ‘ধড়ক ২’এর গল্পও কী অন্য ভাষার ছবির রিমেক হতে চলেছে নাকি নির্মাতাদের নতুন চিত্রনাট্য দিয়ে নির্মিত হবে! তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। সূত্র : পিঙ্কভিলা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।