সানি দেওলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৌরভ গুপ্তা তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।
সম্প্রতি এক প্রেস কনফারেন্সে সৌরভ গুপ্তা বলেন, ‘সানি দেওল ২০১৬ সালে একটি ছবি করার জন্য তার কাছ থেকে টাকা নিয়েছিলেন। এবং তিনি ছবিটি শুরু করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি তৈরি হয়নি। তার সাম্প্রতিক ছবি ‘গদর ২’ ব্যাপক সাফল্যের পর তিনি ছবিটির শ্যুটিং বন্ধ করে দেন ‘
সৌরভ বলেন, ‘তিনি অভিনেতার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ৩০ এপ্রিল তাকে একটি নোটিশও জারি করা হয়। এই অভিযোগের এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি সানি দেওল।’
তিনি জানান, ওই ছবিতে সানিকে পারিশ্রমিক হিসেবে ৮ কোটি টাকা দেওয়ার কথা হয়েছিল। এরপর তাকে অগ্রিম ১ কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু ওই ছবির কাজ শুরু করার পরিবর্তে, অভিনেতা ‘পোস্টার বয়েজ’-এর শুটিং বেছে নিয়েছিলেন। এরপর অভিনেতা প্রযোজককে ছবির জন্যে আরও টাকা দিতে বলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।