বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান বিয়ের পর থেকেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। ফলে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে তিনি। ২০২১ সালে দেশে ফিরেন রিচি। এতদিন সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করলেও সেভাবে অভিনয়ে দেখা যায়নি তাকে। এবার একটি ওয়েব ফিল্মে অভিনয় করলেন রিচি।
‘গিরিগিটি’ নামের ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন কলকাতার বিজয় জানার। রিচি সোলায়মান বলেন, ‘‘দেশে থাকার কথা জানতে পেরে আরটিভির প্রধান আশিক ভাই বললেন, ‘দেশে থাকছি অথচ অভিনয় কেন করছি না।’ তাকে বললাম, আমার অপেক্ষা করার কারণ। এরপর আশিক ভাই ‘গিরিগিটি’র গল্প শোনালেন। পছন্দ হলো। তারপর কলকাতা গিয়ে শুটিং করলাম।”
দু’জন নারীকে ঘিরে এগিয়েছে ওয়েব ফিল্মটি। গল্পে একজন সিরিয়াল কিলার, আরেকজন পুলিশ। ‘গিরগিটি’ ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তা শোভনার চরিত্রে অভিনয় করেছেন রিচি। একটি খুনের রহস্যের উদঘাটন করেন তিনি। রিচি বলেন ‘আমাদের এখানে সাধারণত নারীপ্রধান গল্প কম হয়। আরটিভি সেটা করেছে। ভীষণ যত্ন নিয়ে কাজটি করা হয়েছে। আমার বিশ্বাস, এটি দর্শকের মন ভরিয়ে দেবে।’
রিচি এখন থেকে নিয়মিত অভিনয় করবেন রিচি। এরই মধ্যে বেশ কয়েকটি ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। সেগুলো নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি। নির্মাতাদের সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন কোনটা করবেন, কোনটা করবেন না। ‘গিরগিটি’ ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন চান্দ্রায়ী ঘোষ, নীলসহ অনেকে। খুব শিগগির আরটিভি প্লাসে মুক্তি পাবে এটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।