ভিডিও

ওপারে না হলেও এপারে কপাল খুলছে ইধিকার

প্রকাশিত: জুন ০৩, ২০২৪, ০২:২৯ দুপুর
আপডেট: জুন ০৩, ২০২৪, ০৪:১৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : ওপার বাংলা ধারাবাহিক রিমলির মাধ্যমে ছোটপর্দায় যাত্রা শুরু করেন অভিনেত্রী ইধিকা পাল। এরপর বেশ কয়েকটি ধারাবাহিকে কাজ করলেও ঢালিউডের কোনো সিনেমায় সুযোগ মেলেনি তার। অবশেষে বাংলাদেশের সিনেমা দিয়ে বড়পর্দার স্বপ্ন পূরণ করেন ইধিকা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ হয়ে সিনেমায় অভিষেক হয় তার। ‘প্রিয়তমা’ শিরোনামের সিনেমাটি ব্যবসা সফলের পাশাপাশি দারুণ প্রশংসা কুড়ায়।

 এমনকি দেশের দর্শকদের কাছে শাকিবের প্রিয়তমা হিসেবে বেশ পরিচিতি পান তিনি। তবে কলকাতায় সুযোগ না পেলেও ঢাকার সিনেমা নিয়ে নিয়মিতই খবরে আসছেন এই নায়িকা। শাকিবের প্রিয়তমা হওয়ার পর অভিনেতা শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ‘কবি’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি বেশ আলোচনাও তৈরি করেছে। পাশাপাশি চলতি বছরের শুরুর দিকে নির্মাতা তামিম রহমান জানান, তার ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করবেন ইধিকা। যেখানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে রোমান্স করবেন তিনি। তখন নির্মাতা আরো জানান, দুই তারকার সঙ্গে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি। এমনকি গত মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথাও বলেছিলেন তিনি।

এর মাঝেই ঢাকার নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন তিনি। নতুন এই সিনেমাটির নাম ‘বরবাদ’। এটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে ফের শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন ইধিকা। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রগুলোর দাবি, সেপ্টেম্বর থেকে ভারতের রামুজি ফিল্ম সিটিতে শুরু হবে শুটিং। শাকিব-ইধিকা ছাড়াও সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর। তবে বিষয়টি নিয়ে এখনই কিছু জানাতে চান না সিনেমাটির সংশ্লিষ্টরা।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS