বিনোদন ডেস্ক : কোরবানির ঈদ কেন্দ্র করে প্রায়ই দেখা যায় পশুদের নাম রাখা হয় সেলিব্রেটিদের নামে। এ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।
সংবাদমাধ্যমে জায়েদ বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই। জায়েদ আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।
বিষয়টাকে কীভাবে দেখছেন জায়েদ এমন প্রশ্নে নায়ক বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে। গরুর নাম প্রসঙ্গে জায়েদ বলেন, কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।
এরপরই নিজের জীবনের একটি কোরবানি ঈদের ঘটনা জায়েদ সবার সঙ্গে শেয়ার করেন। বলেন, একবার কোরবানির ঈদের জন্য একটা ছাগল কিনে গাড়ির পেছনে উঠাই। আমার ড্রাইভার না বুঝেই গাড়ির ওই দরজা খুলে দেয়। আর ছাগলটা সুযোগ পেয়ে লাফ দিয়ে বাজারের ভেতরে দৌঁড় শুরু করে। এসময় একটু মুচকি হেসেই জায়েদ বলেন, যেহেতু সেলিব্রেটি তাই ওই সময় ছাগল ধরতে আমি তো আর পিছু নিতে পারছি না। আমার ড্রাইভার ছাগলটা ধরতে দৌঁড় দিতে শুরু করে। এদিকে মেইন রাস্তায় গাড়ি স্টার্ট দেওয়া। এমন অবস্থায় আমি গাড়িতে বসে আছি। সে এক অন্যরকম অভিজ্ঞতা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।