ভিডিও

শিল্পীদের উপস্থিতিতে টিটনের ‘খেলায় খেলায় গানের ভেলায়’ প্রকাশিত 

প্রকাশিত: জুন ০৮, ২০২৪, ০৮:১২ রাত
আপডেট: জুন ০৯, ২০২৪, ১২:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সাবেক শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম টিটন চাকুরীর পাশাপাশি একসময় চলচ্চিত্র সংসদ ও সঙ্গীত বিষয়ক কর্মকাণ্ডে সংগঠক হিসেবে সম্পৃক্ত ছিলেন। বর্তমানেও তিনি বেশ কয়েকটি টিভি চ্যানেল ও সংগঠনের সাথে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান পরিকল্পনা ও আয়োজনে সম্পৃক্ত আছেন। তার প্রথম প্রকাশিত বই ছিলো ‘বিশ শতকের নাগরিক গানের কালজয়ী ১০০ বাঙ্গালী সঙ্গীতস্রষ্টা’।

এবার তিনি তার দ্বিতীয় বই ‘খেলায় খেলায় গানের ভেলায়’ প্রকাশ করেছেন। বইটি তিনি উৎসর্গ করেছেন তার স্ত্রী শাহানা সুলতানা ডোরা, মেয়ে রাইসা ইসলাম ও ছেলে রাফিদ ইসলামকে। সীমান্তিক ক্রিয়েটিভ কনসার্ন’ বইটি প্রকাশ ও পরিবেশন করেছে। বইটি প্রকাশ উপলক্ষ্যে গেলো শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ অবস্থিত একটি ক্লাবে প্রকাশনা উৎসব ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করেন টিটন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী খুরশীদ আলম’সহ আরো উপস্থিত ছিলেন রাশেদ, ইউসুফ, সমরজিৎ, ইভা, ইমরান খন্দকার’সহ আরো অনেকে। গানের পর্বে যন্ত্রশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তবলায় পল্লব স্যানাল ও কী বোর্ডে পার্থ প্রতীম বাপ্পী। অনুষ্ঠানে খুরশীদ আলম বলেন,‘ অনেক বই-ই প্রকাশিত হয়ে বাসার আলমারিতে সাজিয়ে রাখার জন্য। কিন্তু খেলায় খেলায গানের ভেলায়-বইটি প্রকাশিত হয়েছে অন্তরে থেকে যাবার জন্য। টিটন ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা।’

ইফতেখারুল ইসলাম টিটন বলেন,‘ বইটিতে আমার জীবনের গল্প বলার জন্য নয় বরং ফেলে আসা জীবনে খেলাধূলা, সঙ্গীত, চলচ্চিত্র ও অন্যান্য বিষয়ে একক বা সম্মিলিতভাবে যে সব উল্লেখযোগ্য কাজ করার চেষ্টা করেছি সেগুলো পাঠকের সামনে তুলে ধরার পাশাপাশি সেই সময়ের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ছাপার অক্ষরে রেখে যাওয়াই বইটি লেখার মূল উদ্দেশ্য। জীবনের বিভিন্ন সময় যারা আমাকে কাজ করার ব্যাপারে অনুপ্রাণিত করেছেন বা উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা।’

রাশেদ বলেন,‘ আমার জীবনে দেখা অন্যতম ভালো মানুষদের একজন টিটন ভাই। তার খেলাধুলা, চলচ্চিত্র, গান’সহ আরো নানান বিষয়ে তার বিষদ জ্ঞান আমাকে মুগ্ধ করে। তার আয়োজিত বহু অনুষ্ঠানে আমি গান গেয়েছি। তার প্রতি আমি ঋনী। কেন জানি এই মানুষটিকে ভালোবাসতে ভালো লাগে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS