অভি মঈনুদ্দীন : ‘ভার্সেটাইল মিডিয়া’র কর্ণধার ও সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যবসা সফল দুই সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’র প্রযোজক, আদ্যোপান্ত সংস্কৃতিমনা ব্যক্তিত্ব আরশাদ আদনান ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ টেলিপ্যাব)-এর নতুন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন। গেলো শনিবার ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে আরশাদ আদনানকে সভাপতি হিসেবে নির্বাচিত করে নতুন কমিটি ঘোষনা করা হয়। আরশাদ আদনান সভাপতি হিসেবে ২০২৪-২০২৬ দায়িত্ব পালন করবেন। আরশাদ আদনান’কে টেলিপ্যাব’র সভাপতি হিসেবে পেয়ে টেলিপ্যাব’র সবাই ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত। যখন অনুষ্ঠানে সভাপতি হিসেবে আরশাদ আদনানের নাম ঘোষনা করা হয় তখন ক্লাবের পুরো হলজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মুহুর্তেই। সেই উচ্ছ্বাসের মুহুর্তটুকু এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। আরশাদ আদনান নিজেও ভীষণ খুশী ‘টেলিপ্যাব’র সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে।
নতুন সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আরশাদ আদনান বলেন,‘ টেলিপ্যাব’র সভাপতি হিসেবে নির্বাচিত করায় সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইলো। সেইসাথে টেলিপ্যাব’র জন্য আমি নিবেদিত হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ডিজিটাল এই যুগে ইউটিউব কন্টেন্ট নীতিমালা না মেনেই প্রচার করা হচ্ছে। পুরোপুরি দায়িত্ব নেয়ার পর ইউটিউব কন্টেন্ট নীতিমালার মধ্যে আনতে প্রথম কাজ করবো। সবাইকে নিয়ে একসঙ্গে বসে সবকিছুই নীতিমালার মধ্যে আনবো ইনশাআল্লাহ। অবশ্যই এ জন্য সবাইকে পাশে চাই, সবার সহযোগিতা এবং অভিমতও প্রয়োজন। মূলকথা আমি, আমরা সবাই প্রযোজকদের স্বার্থ রক্ষায় কাজ করবো।’
টেলিপ্যাব’র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রোকেয়া প্রাচী ও মীর ফকরুদ্দিন ছোটন। সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন দোদুল। সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক অনন্য ইমন, অর্থ সম্পাদক সঞ্জিত সরকার, দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ, প্রচার ও প্রকাশনা মাসুদ করীম সুজন ও আইন বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান। নির্বাহী সদস্য ৫ হলেন মনোয়ার পাঠান, সাজু মুনতাসির, রাজু আলীম, জাহাঙ্গীর হোসেন বাবর ও আইনুল ইসলাম চঞ্চল।
এদিকে, আরশাদ আদনানের প্রযোজনায় সাইফ চন্দনের পরিচালনায় শরীফুল রাজ ও ইধিকা পালকে নিয়ে শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘সাহেব’ নামের সিনেমার শুটিং। ‘ভার্সেটাইল মিডিয়া’ প্রযোজিত ‘সাহেব’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।