ভিডিও

অবশেষে মির্জাপুর-৩’র দিনক্ষণ ঘোষণা

প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট: জুন ১৩, ২০২৪, ১২:১৪ রাত
আমাদেরকে ফলো করুন

বহুদিন ধরেই ভক্তরা মুখিয়ে, কবে আসবে ক্রাইম-ড্রামা সিরিজ ‘মির্জাপুর থ্রি’! নির্মাতারা একের পর এক ধাঁধা দিয়ে ভক্তদের মুক্তির দিন বুঝে নেওয়ার কথা বলেন।

 

চলছে নানা জল্পনা, বাড়ছে উত্তেজনা। বহু প্রতীক্ষিত সিরিজ ‘মির্জাপুর থ্রি’ মুক্তির তারিখ অবশেষে জানা গেল।

আগামী ৫ জুলাই থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে এটি। প্রাইম ভিডিওর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সিরিজের একটি নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘মির্জাপুর সিজন ৩-এর মুক্তির প্রস্তুতি শেষ। তারিখটি লিখে রাখুন এখনই। মির্জাপুর প্রাইমে আসছে আগামী ৫ জুলাই।’

 

মির্জাপুরের প্রথম দুই সিজনই দারুণ হিট হয়েছে। পঙ্কজ ত্রিপাঠি, দিব্যেন্দু, রসিকা দুগ্গত ও শ্বেতা ত্রিপাঠির অভিনয় দিয়ে দর্শকদের প্রচুর বিনোদনও দিয়েছেন। আমাজন প্রাইম ভিডিওর এই সিরিজের দুটি সিজনই সংলাপ থেকে গল্প পর্যন্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এমন পরিস্থিতিতে এবার ওয়েব সিরিজটির তৃতীয় সিজনের অপেক্ষায় ভক্তরা।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS