ভিডিও

ফিরলেন নজরুল রাজ, সঙ্গে পাভেল...

প্রকাশিত: জুন ১২, ২০২৪, ১১:২৮ রাত
আপডেট: জুন ১২, ২০২৪, ১১:২৮ রাত
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : নজরুল রাজ, মূলত একজন নাট্য প্রযোজক। শত শত নাটক নির্মিত হয়েছে তার প্রযোজনা সংস্থা ‘রাজ মাল্টিমিডিয়া’ থেকে। অপূর্ব, নিশো, মেহজাবীন, মম, মৌসুমী হামিদ, সাবিলা নূর’র সহ অনেক তারকাই তার প্রযোজিত নাটকে অভিনয় করেছেন। শখের বশে নজরুল অভিনয় করেছেন বহু নাটকে।

তবে নাটক প্রযোজনাতেই তার মনোযোগ ছিলো সবচেয়ে বেশি। বিগত বেশ কয়েক বছর ব্যক্তি জীবন নিয়ে কিছুটা জটিল সময় অতিবাহিত করার পর আবারো নাটক প্রযোজনায় ফিরেছেন তিনি আগামী ঈদকে কেন্দ্র করে। গত দু’দনি নজরুল রাজের প্রযোজনায় নির্মিত হয়েছে ঈদ বিশেষ নাটক ‘রাইটার’। গল্প ভাবনা আহমেদ মেহরান, রচনা আহসান হাবিব সকাল। নাটকটি নির্মাণ করেছেন মেঘ হিম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেল। নজরুল রাজের প্রযোজনা সংস্থা থেকে বি ইউ শুভ, তুহিন হোসেন, সাখাওয়াত মানিক, দীপু হাজরা, রাফাত মজুমদার রিংকু, প্রীতি দত্ত, লরিন খান’সহ আরো বহু নির্মাতা নাটক নির্মাণ করেছেন। সেই ধারাবাহিকতায় যুক্ত হলেন মেঘ হিম।

নাটকটি প্রযোজনা করা প্রসঙ্গে নজরুল রাজ বলেন,‘ একটা সময় ছিলো কিন্তু যখন দিন রাত ধ্যান জ্ঞান ছিলো আমার নাটক প্রযোজনাকে ঘিরেই। আমিও শখের বশে অভিনয় করেছি অনেক নাটকে। মাঝে ব্যক্তি জীবন নিয়ে কিছুদিন ঝামেলার মধ্যে ছিলাম। এখন সেই ঝামেলা প্রায় শেষ। তাই আবারো নতুন উদ্যমে কাজ শুরু করেছি। বাকীটা আল্লাহ ভরসা। ফিরে এসে আমার প্রযোজনায় পাভেল ভাই অভিনয় করছেন নাটকে। বেশ ভালো গল্পের একটি কাজ হয়েছে। আমি আশাবাদী প্রত্যাবর্তনের পর এই কাজটি নিয়ে।’

পাভেল বলেন,‘ কয়েদীদের জীবন কেমন হতে পারে তা জানার জন্য একজন লেখক জেল খানার ভেতর প্রবেশ করতে চায়। কিন্তু সেখানেতো অপরাধী ছাড়া কেউ প্রবেশ করতে পারেনা। কিন্তু একসময় ঘটনাক্রমে সেই লেখকে জেলে যেতে হয়। পরবর্তীতে বের হয়ে আসার পর লেখক অনুভব করেন কয়েদীর জীবন অনেক কষ্টের। কেউ যেন এমন কোনো অপরাধ না করেন যাতে তাকে জেলে যেতে হয়। গল্পটাই মূলত আমাকে বেশি আগ্রহী করে তুলেছে এই নাটকে কাজ করতে। আমিই লেখক চরিত্রে অভিনয় করেছি। মেঘ হিম যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে।’

নজরুল রাজ জানান, আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এরপর নাটকটি একটি ইউটিউব চ্যানেলেও প্রকাশ পাবে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS