ভিডিও

‘অডিশন সুযোগ পান পরিচিতেরাই’, রূপসা 

প্রকাশিত: জুন ২১, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট: জুন ২১, ২০২৪, ০৪:১০ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক: টালিপাড়ায় ২০১৩ সালে আত্মপ্রকাশের পর একের পর এক কাজ করে চলেছেন রূপসা মুখোপাধ্যায়।

চলতি সপ্তাহে মু্ক্িত পাচ্ছে সায়ন বসু চৌধুরী পরিচালিত ছবি ‘নার্ভ’। দুই বোনের জীবনের প্রেক্ষাপটে থ্রিলার। ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন রূপসা। হঠাৎ এ রকম চরিত্রে রাজি হলেন কেন? রূপসা বললেন, ‘‘অভিনেতাদের তো সব ধরনের চরিত্রেই অভিনয় করা উচিত। সেখানে আমি একটু অন্য ধরনের চরিত্রের সন্ধানে ছিলাম। নেগেটিভ চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলাও একটা বড় চ্যালেঞ্জ।’’

কে তুমি নন্দিনী’ ছিল রূপসার প্রথম ছবি। সম্প্রতি ‘আবার অরণ্যে দিন রাত্রি’ ছবিতে দর্শক তাকে দেখেছেন। কিন্তু ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালকদের ছবিতে তাকে দেখা যাচ্ছে না কেন? অভিনেত্রী জানালেন, তিনি চেষ্টা করছেন। কিন্তু কাঙ্ক্ষিত সুযোগ আসছে না। রূপসার কথায়, ‘‘একটা প্রজেক্টে আমার একার সিদ্ধান্তে কিছু হয় না। প্রযোজক থেকে পরিচালক, অনেকের মতামত জুড়ে থাকে।’’ কথা প্রসঙ্গেই রূপসা জানালেন, ইন্ডাস্ট্রিতে তিক্ত অভিজ্ঞতার শিকারও হয়েছেন তিনি। বললেন, ‘‘অডিশনে নির্বাচিত হয়েছি। লুকসেটও হয়েছে। কিন্তু পরে শুনেছি, অন্য কেউ সেই চরিত্রে অভিনয় করছেন।’’

তবে এই ধরনের ঘটনাকে রূপসা ‘ভাগ্যের হাতে’ই ছেড়ে দিতে চাইছেন। ইন্ডাস্ট্রিতে তথাকথিত নতুনদের পাশে দাঁড়াতে কী করা উচিত? রূপসা বললেন, ‘‘নতুনদের আর একটু বেশি সুযোগ দিলে ভাল হয়। সেটা ইন্ডাস্ট্রির জন্যই শুভ ইঙ্গিত। নতুনদের সঙ্গে অডিশন নেওয়া হলেও শেষে সেই পরিচিত চার-পাঁচ জনের মধ্যে থেকেই কেউ সুযোগ পান!’’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS