করতোয়া বিনোদন ডেস্ক: ২১ জুন সোনাক্ষীর মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জড়ো হয়েছিলেন সোনাক্ষী ও জাহিরের পরিজন ও বন্ধুরা। সেজে উঠেছিল সিন্হা বাড়ি ‘রামায়ণ’। এই অনুষ্ঠানের বেশ কিছু ছবি এর মধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার রাতে সোনাক্ষীর বাড়িতে পুজোপাঠের আয়োজন করেন অভিনেত্রীর বাবা-মা।
এদিন নীল রঙের সালোয়ার-কামিজে দেখা যায় সোনাক্ষীকে। আলোকচিত্রীদের দেখে হেসে ‘পোজ’ দিয়েই ঝট করে ঢুকে যান বাড়ির অন্দরে। অভিনেত্রীর বাড়ি থেকে এক পুরুহিতমশাইকে বার হতে দেখে, তাকে ঘিরে ধরেন বাইরে অপেক্ষারত আলোকচিত্রীরা। তাদের জানার বিষয়, কোন রীতি মেনে বিয়ে হচ্ছে অভিনেত্রীর। কিন্তু বাড়ির ভিতরের খবর ভাগ করতে রাজি হননি তিনি। ক্যামেরা দেখতেই বলে দেন, ‘‘আজ কিছু বলব না। কাল আপনারা জানতে পারবেন।’’
সূত্র মতে, হিন্দু বা ইসলাম, কোনও মতেই বিয়ের আয়োজন করা হয়নি। আইনি মতে বাড়িতেই বিয়ে হবে তাদের। তার পর সন্ধ্যাবেলা শিল্পা শেট্টির বিলাসবহুল রেস্তরা বাস্তিয়ানে একটি দুর্দান্ত রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে পরিবারের তরফে।
শোনা যাচ্ছিল, বিয়ের পর সোনাক্ষীর ধর্ম পরিবর্তিত হবে। কিন্তু, এমন কিছুই হচ্ছে না বলে জানিয়েছেন জাহিরের বাবা। ইসলাম ধর্ম গ্রহণ করবেন না সোনাক্ষী। সোনাক্ষীর হবু শ্বশুর বলেন, ‘‘ধর্মান্তরণ হচ্ছে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। বিয়ে হল হৃদয়ের মেলবন্ধন। এখানে ধর্মের কোনও ব্যাপার নেই।’’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।