ভিডিও

সিঙ্গেল লাইফে ঝামেলা নেই : মোনালিসা

প্রকাশিত: জুন ২৩, ২০২৪, ০৪:০০ দুপুর
আপডেট: জুন ২৩, ২০২৪, ০৪:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন

করতোয়া বিনোদন ডেস্ক:  দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে আছেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা। বেশিরভাগ সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি ঈদ বিশেষ একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রসঙ্গ ওঠে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে। আলোচনা হয় মোনালিসার একাকী জীবন কাটানোর অনুভূতি নিয়ে।

মোনালিসার কথায়, ‘সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনো চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না। এখন ডাবল হতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা, অনেক কিছু ব্যাপার আছে।’ 

দাম্পত্য জীবনের অভিজ্ঞতার কথাও দর্শকদের জানিয়েছেন মোনালিসা। অভিনেত্রী বলেন, ‘যেহেতু পারিবারিকভাবে বিয়েটা ছিল, হয়তোবা আমাদের বোঝাপড়ার অনেক গ্যাপ ছিল। তবে অনেক কিছু আছে, যা আমি বলতে চাই না।’

এবার দেশে এসে মোনালিসা বেশ উপভোগ করছেন বলে গল্পে গল্পে জানান। আমেরিকয় থাকতে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি খুব মিস করেন তিনি। বলেন, ‘রাস্তার ধারে চটপটি, ফুচকা, আচার এগুলো, যা যা আমার ছোটবেলার স্মৃতি, এগুলোও আমি মিস করি।’

পর্দায় ফেরা নিয়ে ব্যস্ততার কথাও জানালেন অভিনেত্রী। তার কথায়, ‘দর্শকদের জন্যও ব্যস্ত হয়ে গেছি, অনেকগুলো পরিকল্পনা চলছে, দেখি কী হয়, দর্শকদের জন্য আছে চমক।’

বিয়ের পর ২০১৩ সালে স্বামীর সঙ্গে নিউইয়র্ক চলে যান মোনালিসা। সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ করেন। বিয়ের পর স্বামীকে নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও মোনালিসার সেই সংসার সুখের হয়নি। মাত্র বছরখানেকের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি। এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS