এবারের ঈদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে কর্মহীন শিল্পীদের সহযোগিতার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক ‘মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। তিনি ব্যক্তিগতভাবে এই অনুদান দিয়েছেন।
ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে তার কোরবানি দেয়ার কথা থাকলেও বড় ভাই প্রযোজক শাহাদাত হোসেন বাদশা ঈদের দুদিন আগে মৃত্যুবরণ করায় তিনি কোরবানি দিতে পারেননি।
ঈদের পর শিল্পী সমিতির নির্বাহী পরিষদের কর্মকর্তারা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গেলে ডিপজল তাদের শিল্পীদের ঈদের সহযোগিতা হিসেবে সমিতির ফান্ডে ১০ লাখ টাকা তুলে দেন।
এবার এই অভিনেতা হিন্দু সম্প্রদায়কে ঈদ উপহার দিয়েছেন। ডিপজলের পক্ষ থেকে রোববার (২৩ জুন) হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন তার ছেলে সাদাব মনোয়ার ফাহিম। মিরপুর এলাকার দুঃস্থ ও দরিদ্রদের মধ্যে খাসির মাংস, শাড়ি, থ্রি-পিস ও লুঙ্গি উপহার দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।