ভিডিও

 যে কারণে মুগ্ধ অলংকার

প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট: জুন ২৯, ২০২৪, ০১:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে একটু ভিন্ন ঘরানার গল্পে অভিনয় করে বেশ আলোচনায় চলে এসেছেন অলংকার চৌধুরী। এবার আরো একটি ভিন্ন ঘরানার গল্পে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘আপন বাঁকে’। নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। নাটকটি পরিচালনা করেছেন রানা বর্তমান। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন হোসাইন নীরব।

এতে অভিনয় প্রসঙ্গে অলংকার বলেন, ‘ আমি সবসময়ই চেষ্টা করি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। আপন বাঁকে পারিবারিক গল্পের নাটক। এতে আমি চেষ্টা করেছি গল্পে চরিত্রানুযায়ী নিজেকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে। পরিচালক বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। ’

তবে এরইমধ্যে যে নাটকে অভিনয় করে অলংকার বেশ আলোচনায় এসেছেন সে নাটকটি হলো অনন্য ইমনের ‘শেষ থেকে শুরু’। এতে তিনি আবুল হায়াত, দিলারা জামানের মতো কিংবদন্তী অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। অলংকার বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডাম, আবুল হায়াত স্যারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। তাদের সঙ্গে অভিনয় করে আমি ভীষণ তৃপ্ত। আমার জানার সুযোগ হয়েছে অভিনয় সম্পর্কে অনেক কিছূ। আমি কৃতজ্ঞ নির্মাতা অনন্য ইমন ভাইয়ার কাছে। কারণ এই নাটকে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পেয়েছি।’  

উল্লেখ্য, আপন বাঁকে’ নাটকটি গতকাল রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটির জন্য গতকাল রাত থেকেই অলংকার বেশ সাড়া পেতে শুরু করেছেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS