ভিডিও

আঁখি আলমগীরের নতুন গান ‘চোখের কাজল’

প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৭:৩৯ বিকাল
আপডেট: জুলাই ০১, ২০২৪, ১২:২৬ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন প্রতিবেদক: ভিন্ন স্বাদের নতুন আরেকটি একক গান প্রকাশ করতে যাচ্ছেন নন্দিত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। শিরোনাম ‘চোখের কাজল’। ‘চোখের কাজল মোছার/ অধিকার আর নেই যে তোমার/ মগ্ন রাতে আমায় ভাবার অধিকার আর নেই যে তোমার/ আজ ভালোবাসা অন্য কারও হাতে/ মন হাঁটে অন্য আজ কারও সাথে’– এমনই কথায় সাজানো গানটি লিখেছেন তানভীর তারেক। পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর জানান, তানভীরের সঙ্গে পরিচয় প্রায় দুই যুগের। গীতিকবি ও সুরকারের পাশাপাশি সে ভীষণ পছন্দেরও একজন। তার পরও অবাক করা সত্যিটা হলো– এত পরিচয়ে পরও এই প্রথম তানভীরের কথা, সুরে প্রথম কোনো একক গানে কণ্ঠ দেওয়া। গানে অন্যরকম এক আবেগ মিশে আছে, যা অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন এ কণ্ঠশিল্পী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS