বিনোদন প্রতিবেদক : একই সময়ে তিন রকম আয়োজনের মধ্য দিয়ে শ্রোতার সামনে হাজির হচ্ছেন শিল্পী ও সংগীতায়োজক হাবিব ওয়াহিদ। প্লেব্যাক, দ্বৈত ও একক গান প্রকাশের মধ্য দিয়ে পূরণ করতে যাচ্ছেন শ্রোতাদের প্রত্যাশা।
এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘ভাবিনি কখনো’। সুহৃদ সুফিয়ানের লেখা এই গানটি এরই মধ্যে অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর রেশ কাটতে না কাটতেই চরকি, আলাফা আই ও এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ঈদের আলোচিত সিনেমা ‘তুফান’-এ গাওয়া ‘ফেঁসে যাই’ গানটির ভিডিও। এর পর এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে আসছে নতুন একক গান ‘তোমার মন জানে’। গানটির কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। সব গানের সংগীতায়োজন করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ নিজে।
একই সময়ে তিন রকম গান নিয়ে হাবিব জানান, দ্বৈত, একক, কিংবা সিনেমার গানে নিজস্বতায় ছাপ থাকলেও আগের আয়োজনগুলো থেকে কিছুটা হলেও ভিন্ন ধাঁচের। এ সময়ের শ্রোতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখেই গানগুলো তৈরি করা, যা অনেকদিন সংগীতপ্রেমীদের মনে অনুরণন তুলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।