ভিডিও

আত্মসমর্পণ করে জামিনে ববি

প্রকাশিত: জুলাই ০২, ২০২৪, ০৩:৫৬ দুপুর
আপডেট: জুলাই ০২, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক: আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

গত ২৩ জুন দুপুরে রাজধানীর গুলশান থানায় ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মাদ সাকিব উদ্দোজা বাদী হয়ে চুরি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করেন।

এরপর ২৫ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ববি। শুনানি শেষে আদালত ২ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। মামলায় মির্জা আবুল বাশার নামে আরেকজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাকিব উদ্দোজা ওয়াইএন সেন্টার এজিএম পদে প্রায় ২ মাস ধরে কর্মরত আছেন। ওই ভবনের সপ্তম তলায় ‘ভুবান’ নামের রেস্তোরাঁটি আবুল বাশার ও ববি প্রায় ২ মাস ধরে দখল করার চেষ্টা করছেন। রেস্তোরাঁর মালিক তাদের বারবার রেস্তোরাঁ ছেড়ে দিতে বললেও আসামিরা কর্ণপাত করেননি। মালিক গত ২৩ জুন সেখানে নতুন তালা লাগিয়ে দেন। দুপুর ১টার দিকে ভবনের মেইন গেইট আটকানো ছিল এবং পকেট গেটে নিরাপত্তাকর্মী বসে ছিলেন।

নিরাপত্তাকর্মী গেট খুলে দেওয়ার আগেই আবুল বাসার গাড়ি দিয়ে মেইন গেট ভেঙে প্রবেশ করেন। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। তখন সাকিবের সহকর্মী তাতে বাধা দিলে আবুল বাশার তাকেও গাড়িচাপা দিতে যান। তখন তিনি সরে গেলে গাড়ি থেকে নেমে তাকে মারধর করেন আবুল বাশার। সাকিব বাধা দিলে ববি ও আবুল বাসার তাকে (সাকিব) হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট করেন এবং তার পকেটে থাকা ১ লাখ টাকা ছিনিয়ে নেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS