ভিডিও

অভিনেতা মুকুল সিরাজ হাসপাতালে

প্রকাশিত: জুলাই ০২, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট: জুলাই ০২, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভিনেতা মুকুল সিরাজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩০ জুন দিনগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় বলে জানা গেছে।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আগের তুলনায় এখন কিছুটা সুস্থ আছেন মুকুল। আজ (৪ জুলাই) তার এনজিওগ্রাম করানো হবে।

অভিনেতা মুকুলের হৃদরোগে আক্রান্ত হওয়ার সংবাদে চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্ত ও সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এ অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

মুকুল সিরাজ মঞ্চ নাটকের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা ‍শুরু করেন। ‘রূপান্তর’ নামের ধারাবাহিকের মাধ্যমে তিনি টেলিভিশন নাটকে নাম লেখান। ‘রাত জাগা ফুল’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় আসেন এ অভিনেতা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS