ভিডিও

যৌনতায় অভ্যস্ততা নিয়ে বিজয়ের ভাষ্য

প্রকাশিত: জুলাই ০২, ২০২৪, ০৮:০১ রাত
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ১২:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক :  প্রায় চার বছর অপেক্ষার পর সুপারহিট ওয়েব সিরিজ ‘মির্জাপুর ৩’ চলতি সপ্তাহে মুক্তি পেতে চলেছে। এই সিরিজে বিজয় ভার্মা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। সিরিজে অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।  শ্বেতার চরিত্রটির সঙ্গে এ সিরিজে একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল বিজয় অভিনীত ‘ছোটে ত্যাগি’-র সঙ্গে। দেখা যায়, ছোটে যৌনতায় খুব অভ্যস্ত নয়। শ্বেতা অভিনীত গোলুই তাকে বাঁধনছাড়া যৌনতার পাঠ পড়ায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের বিষয়ে কথা বলেন বিজয় ভার্মা। সাক্ষাৎকারে বিজয় বলেন, ‘এই চরিত্রটি (ছোটে ত্যাগি) নিরীহ। সে মন থেকে মেয়েটির (গোলু) প্রেমে পড়েছে। অন্তরঙ্গের পর ছেলেটি নিজের সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করতে পারে। মেয়েটি এ ক্ষেত্রে প্রশিক্ষকের ভূমিকা পালন করে।’

বিজয় আরও বলেন, ‘গোলুর সঙ্গে এই ধরনের সম্পর্ক গড়ে তোলা এই চরিত্রটির একটি গুরুত্বপূর্ণ দিক। গোলুকে দেখে কিন্তু খুব সাদামাঠা মিষ্টি মেয়ে মনে হয়। কিন্তু সিরিজে গোলুর প্রথম দৃশ্যটি অনেকেই ভুলে গিয়েছেন, যেখানে পাঠাগারে বসে গোলু একটি ইরোটিকা পড়েছিল।’ বিজয় মনে করেন, বাস্তবেও মানুষ সঙ্গীর থেকে অনেক কিছু শেখে। তার কথায়, ‘বাস্তবেও আমরা সঙ্গীর থেকে অনেক কিছু শিখি। বিশেষ করে যৌনতার ক্ষেত্রে, কেউ একা নিজেকে আবিষ্কার করতে পারে না। সঠিক রসায়ন তৈরি হলে একজন তরুণ থেকে পুরুষ হয়ে ওঠে।’

নাট্য পরিচালকের বিরুদ্ধে সন্ত্রাসী এনে অভিনেতাকে মারধরের অভিযোগ ‘লাস্ট স্টোরিজ ২’-তে তামান্না ভাটিয়ার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন বিজয়। বাস্তবেও তামান্নার সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিনি। আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠি, রসিকা দুগ্গাল, শ্বেতা ত্রিপাঠী, বিজয় ভার্মা অভিনীত গ্যাংস্টার ঘরানার সিরিজটি গুরমিত সিং পরিচালিত এবং বছরের সবচেয়ে বড় সিরিজের তালিকায় একটি বলা চলে।  নির্মাতারা সম্প্রতি ‘মির্জাপুর ৩’ -এর একটি ট্রেলার শেয়ার করেছেন। যা ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। নির্মাতারা জানিয়েছেন যে ‘মির্জাপুর ৩’ চলতি বছরের ৫ জুলাই মুক্তি পাবে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS