বিনোদন ডেস্ক: বর্ষীয়ান লেখক এবং লিরিসিস্ট জাভেদ আখতার সম্প্রতি আমেরিকার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে টুইট করেছিলেন। আর সেটার কারণেই তাকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়।
এদিন জাভেদ আখতার তার করা টুইটে লেখেন, 'আমি একজন গর্বিত ভারতীয় নাগরিক এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তাই থাকব। কিন্তু আমার জো বাইডেনের সঙ্গে একটা একদম এক বিষয়ে মিল আছে। আমাদের দুজনেরই আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সমান সম্ভাবনা আছে।'
এই পোস্টেই তাকে কটাক্ষ করে এক ব্যক্তি লেখেন, ' তোমার বাবাও পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে অন্যতম কারিগর ছিলেন। তারাই চেয়েছিলেন যাতে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র হোক। কিন্তু তারপরও তিনি একজন লেখকের ছদ্মবেশে ভারতে থেকে গেলেন। আপনি একজন গদ্দারের ছেলে যাঁর বাবা ধর্মের ভিত্তিতে আমাদের দেশকে ভাগ করেছি। এখন যাই বলুন না কেন এটাই সত্যি।'
এটার উত্তরে জাভেদ আখতার লেখেন, ' আপনি কিছুই জানেন না নাকি মূর্খ সেটা ঠিক ধরতে পারছি না। সেই ১৮৫৭ সাল থেকে আমার পরিবার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে আছে, জেলে গিয়েছে। এমনকি কালা পানিতেও। তখন বোধহয় আপনার বাবা দাদারা ইংরেজদের জুতো চাটছিল...!'
১৯৭০ এর দশকে জাভেদ আখতার স্ক্রিনপ্লে লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন। সেই সময় তিনি সেলিম খানের সঙ্গে মিলে স্ক্রিনপ্লে লিখতেন। সেই সময় তাদের সেলিম জাভেদ জুটি বলা হতো। একসঙ্গে তারা শোলে, জিঞ্জির, দিওয়ার, ইত্যাদির মতো ক্লাসিক ছবির চিত্রনাট্য লিখেছিলেন। কিন্তু পরবর্তীতে তারা আলাদা হয়ে যান। তখন তিনি একাই লক্ষ্য, বেতাব, ম্যায় আজাদ হু, ডন: দ্য চেজ বিগিনস, ইত্যাদির মতো ছবির স্ক্রিপ্ট লিখেছেন। জাভেদ আখতার পদ্মশ্রী, পদ্ম ভূষণ, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, ইত্যাদির মতো পুরস্কার পেয়েছেন। শাবানা আজমির সঙ্গে তার বিয়ে হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।