ভিডিও

আশা রাখি বাংলাদেশে নতুন সরকার হিংসা রুখবে- প্রীতি জিন্তা

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১১:০২ দুপুর
আপডেট: আগস্ট ১১, ২০২৪, ০২:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক: শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তা। বাংলাদেশে যাতে দ্রুত শান্তি ফিরে আসে, সেই প্রার্থনা করেছেন অভিনেত্রী।সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রীতি লেখেন, 'বাংলাদেশে এখনও মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে, ভাঙচুর চালান হচ্ছে, মানুষ ঘর হারাচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ নেবে। তাদের জন্য আমি প্রার্থনা করছি।'

প্রীতির আগে সোনু সুদ, রাবিনা ট্যান্ডন ও আদিল হোসেনও বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের যাতে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হয়, সরকারের কাছে সেই আর্জিও রেখেছিলেন সোনু।প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ড. ইউনূসের নেতৃত্বে ১৪ সদস্যের অন্তর্র্বতী সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগসহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। অন্তর্র্বতী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসের এই শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ ইউরোপিয় ইউনিয়নের দেশগুলো।এরপর শনিবার ড. ইউনূস বলেন, 'আমরা একটা পরিবার। সবাই সবাইকে রক্ষা করব, সবাইকে সবার থেকে ওপরে উঠার চেষ্টা করব এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে। তা না হলে এর থেকে মুক্তি পাব না।'



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS