বর্তমানে লন্ডনে অবস্থান করছেন চিত্রনায়িকা রোজিনা। সেখানে বসেই বন্যার্তদের প্রতি সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘কয়েক মাস ধরে আমি লন্ডনে আছি। বাংলাদেশে বন্যার পরিস্থিতি এত ভয়াবহ যে, এই দুর্যোগে মানুষের পাশে আমাদের সবারই থাকা দরকার।’
তিনি আরও বলেন, ‘আমি ঢাকায় ফোন করে আমার ভাই-বোন ও আত্মীয়-স্বজনকে বলেছি তোমরা যে যতটুকু পারো, আমিও যতটুকু পারি সহযোগিতা করব। তোমরা বন্যাদুর্গতদের পাশে দাঁড়াও। আমার চলচ্চিত্র শিল্পী ভাই-বোনদেরকে বলব আপনারা যে, যতটুকু পারেন সহযোগিতা করেন। বন্যাদুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান। মহান আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন।’
টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে স্বরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। এতে পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। বন্যার্তদের সহযোগিতার হাত বাড়িয়েছেন দেশের সকল শ্রেণি পেশার মানুষের পাশাপাশি শোবিজ সংশ্লিষ্টরা।
রোজিনার চলচ্চিত্রে আগমন ‘রাজমহল’ সিনেমার মাধ্যমে। এফ কবীর চৌধুরী পরিচালিত সিনেমাটিতে তার নায়ক ছিলেন জনপ্রিয় নায়ক ওয়াসিম। রোজিনার প্রথম সিনেমা সুপারহিট হয়। এরপর থেকেই ঢাকাই সিনেমাতে নিয়মিত হয়ে ওঠেন রোজিনা।
এই নায়িকা ক্যারিয়ারে ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’, ‘সুলতানা ডাকু’, ‘মানসী’, ‘দোলনা’, ‘দিনকাল’, ‘রসের বাইদানী’, ‘জীবনধারা’, ‘রূপবান’, ‘আলোমতি ‘প্রেমকুমার’, ‘হামসে হায় জামানা’সহ তিন শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন। বর্তমানে রোজিনা শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।