ভিডিও

বন্যার্ত ৪০০ পরিবারকে খাবার দিলেন জোভান 

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৯:৫৭ রাত
আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ১১:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

বিনোদন প্রতিবেদক:  বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। বন্যার্তদের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে একটি টিম গঠন করে দুর্গত অঞ্চলের মানুষদের সহযোগিতা করছেন বলে জানান তিনি। ফেনী ও নোয়াখালী জেলায় ত্রাণ বিতরণ করছেন। শুধু তাই নয়, এবার বন্যার্ত ৪০০ পরিবারের দুই দিনের খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি।

ফারহান আহমেদ জোভান বললেন, ‘আমি নিজে দুর্গত এলাকায় ইচ্ছে পোষণ করেছিলাম কিন্তু দেখলাম সবাই সেখানে ছুটে যাওয়ার চেয়ে তাদের সহযোগিতা এবং ত্রাণটাই এই মুহূর্তে বেশি প্রয়োজন। গত চারদিন ধরে আমার একটা টিম ফেনীতে অবস্থান করছে। তাদেরকে আমি প্রয়োজনীয় সব টাকা এবং জিনিসপত্র দিয়ে পাঠিয়েছি এবং তারা গিয়ে সেগুলো সেইসব মানুষদের হাতে তুলে দিচ্ছেন। আমি কোনো সংগঠন কিংবা কোনো ফাউন্ডেশনে টাকা দিইনি, ব্যক্তিগতভাবেই কয়েকজন ছোট ভাইয়ের মাধ্যমে একটা টিম করেছি, যেন আমি পুরো বিষয়টা আমি টেক কেয়ার করতে পারি। তারা খুবই এক্টিভলি কাজগুলো করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগ হলেও এখানে আমি ছাড়াও আমার স্ত্রী, শাশুড়ী, মা টাকা দিয়েছেন। আজকে আমাদের আরেকটা টিম যাচ্ছে নোয়াখালীতে। সেখানে ৪০০ পরিবারে প্রতিদিন দুই বেলা করে দুই দিন খাবার দেওয়া হবে। আমার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি বন্যার্তদের পাশে থাকতে। আমরা সবাই যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS