ভিডিও

৫ হাজার বানভাসি মানুষের চিকিৎসার জন্য ওষুধপত্রের ব্যবস্থা করেছেন আরজু

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ১০:১৫ রাত
আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ১০:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

চিত্রনায়ক কায়েস আরজু দেশের বন্যা পরিস্থিতিতে নেমে এসেছেন স্বেচ্ছাসেবী হিসেবে। ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’- এর মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। সংগঠনটির কার্যালয়ে দুর্গতদের জন্য প্রয়োজনীয় ওষুধ কিনে জমা দিয়েছেন এই চিত্রনায়ক।

আগামীকাল শুক্রবার থেকে বন্যা দুর্গতদের জন্য শুরু হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রয়োজনীয় ওষুধ ও ডাক্তার নিয়ে ক্যাম্পগুলোর আয়োজন করেছে ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’। সেখানে প্রায় ৫ হাজার মানুষের চিকিৎসার জন্য ওষুধপত্রের ব্যবস্থা করেছেন আরজু।

এ প্রসঙ্গে কায়েস আরজু বলেন, ‘বন্যার্তদের জন্য মেডিকেল ক্যাম্পের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি অবগত। সে কারণেই নির্ভরযোগ্য কারো সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম ‘ওয়ার্কস ফর বেটার ওয়ার্ল্ড’ দুর্গতের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। অতীতে বন্যা দুর্গতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করার অভিজ্ঞতাও রয়েছে তাদের। এটাকেই মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হিসেবে বেছে নিলাম।’

তিনি বলেন, ‘মেডিকেল সাপোর্টের বাইরেও ত্রাণ সহায়তার ব্যবস্থাও আমি করব। তবে ত্রান দেওয়ার মানুষ প্রচুর আছেন। দুর্গতদের চিকিৎসা সহায়তা করার মানুষ কম। সে কারণেই এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।’

বন্যার পানি নেমে যাওয়ার সময় দুর্গত এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। মেডিকেল সাপোর্ট তখন খুব দরকার। সেই চিন্তা থেকে চিত্রনায়ক কায়েস আরজু এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সঙ্গে যুক্ত হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনটির প্রেসিডেন্ট সোহেল অটল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS