অভি মঈনুদ্দীন : নাদিয়া আহমেদ, একাধারে একজন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। টিভি নাটকে অভিনয় করে একজন অভিনেত্রী হিসেবে দারুণ জনপ্রিয়তা পেলেও তিনি নিজেকে একজন নৃত্যশিল্পী হিসেবেও পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
কখনোই শুধুই একজন অভিনেত্রী পরিচয়ে নিজেকে উপস্থাপন করেন না তিনি। বাংলাদেশের অভ্যন্তরীন বড় বড় শো’গুলোতে বলা যায় প্রায় সময়ই নাদিয়ার নৃত্য পরিবেশনা থাকে। আবার অনেক সময় ক্যাডেট কলেজগুলোতেও পুণঃর্মিলনী অনুষ্ঠানেও তার পারফর্ম্যান্স থাকে। অর্থাৎ ক্যাডেটদের কাছেও নাদিয়া বেশ প্রিয় একজন নৃত্যশিল্পীও বটে। নাদিয়া অভিনীত বর্তমানে দু’টি ধারাবাহিক বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। ধারাবাহিক দু’টি হচ্ছে কায়সারআহমেদ’র ‘গোলমাল’ ও গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কতোদিনে’। এরইমধ্যে প্রচার শেষ হলো কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’।
এদিকে আজ নাদিয়া আহমেদ’র জন্মদিন। জন্মদিনে সাধারনত তিনি পরিবারের সাথেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষত তার স্বামী এফ এস নাঈমের সঙ্গে বিয়ের পর থেকে সাধারনত নাঈমই দিনটিতে নানানভাবে তাকে সারপ্রাইজ দিয়ে থাকেন। তবে এবার জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। কারণ দেশের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়।
বন্যা দুর্গত এলাকার মানুষদের নিয়ে এখনো সবাই উদ্বিগ্ন। নাদিয়া আহমেদ বলেন,‘ আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশে দ্রুত সবকিছু স্বাভাবিক হোক। দেশের মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের জীবনে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক। আমরা সবাই যার যার অবস্থানে থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আগামীতেও সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ।
আর এটা সত্যি যে নাঈমের মতো ভালো মনের মানুষ আমার জীবনকে সত্যিই নারী জীবনের পূর্ণতা এনে দিয়েছে। আমার সবকিছু নাঈম এতো কেয়ার করে তা আসলে ভাষায় প্রকাশের নয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখেন, সুখী করে তুলেন। আর জন্মদিনে কিছুই চাওয়ার নেই, শুধু সবার দোয়া চাই। ’ এদিকে নাদিয়া আহমেদ অভিনীত সর্বশেষ প্রচারিত ধারাবাহিক ছিলো সকাল আহমেদ পরিচালিত ‘ পিতা বনাম পুত্র গং’ ধারাবাহিকের প্রচার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।