ভিডিও

লুট হওয়া ৩৮৮০ অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৪, ০৮:০০ রাত
আপডেট: সেপ্টেম্বর ০১, ২০২৪, ০৯:২৮ রাত
আমাদেরকে ফলো করুন

শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে জনরোষের শিকার হওয়া পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন ধরনের তিন হাজার ৮৮০টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের এআইজি ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে লুটকৃত অস্ত্র এবং গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য পুলিশ সদর দফতরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যার কাছে পাওয়া যাবে তার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। স্বৈরাচারী সরকারের অন্যতম সহযোগী হিসেবে জনরোধ পতিত হয় পুলিশের ওপর। এতে বাহিনীটি ব্যাপক তোপের মুখে পড়ে এবং বেশির ভাগ থানা পুলিশ শূন্য হয়ে যায়। এ সময় জনতা থানায় থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় অস্ত্রও লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS