ভিডিও

শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে নতুন সরকার প্রতিজ্ঞাবদ্ধ: আসিফ মাহমুদ

প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৪, ১০:০৮ রাত
আপডেট: সেপ্টেম্বর ০২, ২০২৪, ১০:০৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন সরকার শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রম সংশ্লিষ্ট বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। কাজের  সুপরিবেশ নিশ্চিতে আইনের প্রয়োগ বাস্তবায়নে বেশি করে কাজ করতে হবে।

রোববার (১ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।


এ সময় আইএলও  কান্ট্রি ডিরেক্টর তমো পৌটিইনেন  বলেন,  আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশে  শ্রমিক, সরকার এবং মালিকপক্ষদের নিয়ে কাজ করছে। অইএলও শুধু শ্রম বিষয়ক ইস্যুতে কাজ করে না আইএলও শ্রমিকদের আইনি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক মান উন্নয়নেও কাজ করছে। আইএলও, বিচারিক কর্মকান্ডের মানোন্নয়ন এবং সকলের কর্মে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে বলে তিনি অবহিত করেন।


উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, রানা প্লাজা ট্রাজেডিতে হতাহতরা সঠিকভাবে ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ করেছে, এই অভিযোগ আমলে নিয়ে আমরা একটি কমিটি গঠন করেছি। আমরা হতাহতদের পুনর্বাসন নিয়েও কাজ করার চিন্তা করছি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS