ভিডিও

সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৪:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিজ কার্যালয়ে সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানো ছাড়াও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকারপ্রধানের সচিবদের সঙ্গে এটিই প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

সাধারণত সচিব সভায় নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রশাসনিক কার্যক্রমে গতি ফেরানো ছাড়াও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়টি আজকের সভায় গুরুত্ব পাবে বলে জানা গেছে। এছাড়া বৈঠকে সারাদেশের প্রশাসনিক কাজগুলো দ্রুত কীভাবে স্বাভাবিক ধারায় নিয়ে আসা যায় বিষয়ে পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে এসব বিষয়ে সচিবদের নির্দেশনা দিতে পারেন ড. ইউনূস।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS