ভিডিও

কারাগারে সাবেক এমপি এনামুল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১০:৫৮ রাত
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০১:১৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিক তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এনামুল হকের বিরুদ্ধে রাজশাহীতে মামলা থাকায় তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে আদালতে তদন্ত কর্মকর্তা জানান। সে কারণে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এদিকে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে এদিন দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল।
গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের অভিযোগে ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে গ্রেফতার করে র‌্যাব।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS