ভিডিও

ত্রুটি সমাধানের পর চালু হলো মেট্রোরেল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৯:৪৭ রাত
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১২:০২ রাত
আমাদেরকে ফলো করুন

কারিগরি ত্রুটি সমাধানের পর চালু করে দেওয়া হয়েছে মেট্রোরেল। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুকে পেজে এ মেট্রোরেল চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে।

পোস্টে বলা হয়, ‘কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ৮টা ২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। ’

এর আগে সকাল ৯টা ৪০ মিনিট থেকে এ রুটে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ সে সময় জানান, মেট্রোরেলের পথে ভায়াডাক্টের একটি অংশে স্প্রিং সরে যাওয়ার সকাল থেকে আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রো চলাচল বন্ধ হয়।

ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে যায়। এতে মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হয়। এমন অবস্থায় ভোগান্তিতে পড়ে মেট্রো যাত্রীরা। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে বাসস্ট্যান্ডে হাজারেরও বেশি মানুষ গণপরিবহনের জন্য অপেক্ষা করছিলেন। ফার্মগেট, কারওয়ান বাজার মতিঝিল ও গুলিস্তানের উদ্দেশ্যে যাওয়াদের ভোগান্তিও বাড়ে চরমে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS