ভিডিও

প্রধানমন্ত্রীর সঙ্গে বিটিআরসি চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৯, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৯, ২০২৪, ০৫:১০ বিকাল
আমাদেরকে ফলো করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ। 

৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবনস্থ অফিস কক্ষে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় বিটিআরসি চেয়ারম্যান কমিশনের গৃহীত বিভিন্ন কার্যক্রম প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসিকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। 

প্রসঙ্গত, প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ ২০২৩ সালের ১৪ ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। এর আগে ২০১৯ সালের ৩০ মে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার হিসেবে এবং ২০২২ সালের নভেম্বর থেকে কমিশনের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS