ভিডিও

‘রেলপথ মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্ত করে গেছে আগের সরকার’

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৯, ২০২৪, ০৫:৫১ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০৯, ২০২৪, ০৫:৫১ বিকাল
আমাদেরকে ফলো করুন

রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রেলপথ মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্ত করে গেছে আগের সরকার। গোল্ডেন হ্যান্ডশেখের কারণে এখন আমাদের ভালো চালক, ফোরম্যান নেই, সব ক্ষেত্রেই একটা সমস্যা। এ সমস্যাগুলো দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জিল্লুল হাকিম বলেন, ‘রেলপথকে সুন্দর একটা প্রতিষ্ঠান হিসেবে ও জনগণের কল্যাণে কাজ করা হচ্ছে। রেলের সার্ভিসটা উন্নত করতে বন্ধ রেলপথ চালু ও আধুনিকায়নের কাজ চলছে।’
 
রাজবাড়ী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভাপতি হালিমা আকতার শিরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS