ভিডিও

আম বয়ানে শুরু ইজতেমার দ্বিতীয় দিন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ১২:১২ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৪:৫৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

ফজর নামাজের পর থেকে আম বয়ান ও জিকির আসকারে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শুরু হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে ইবাদত বন্দেগিতে এখন মশগুল লাখো মুসল্লি।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ভারতের মাওলানা সাঈদ বিন সাদের আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ানটি তাৎক্ষণিকভাবে বাংলায় অনুবাদ করছেন মুফতি ওসামা ইসলাম। এরপর সকাল সাড়ে ১০টায় ভারতের মাওলানা আব্দুল আজিম মোয়াল্লেমেরদের সঙ্গে কথা বলবেন। যোহরের পর বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ, বাংলায় অনুবাদ করবেন মাওলানা মাহমুদুল্লাহ্।

আসর নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমান বয়ান শুরু করবেন। বাংলায় অনুবাদ করবেন মাওলানা আজিম উদ্দিন। মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা মুফতি ইয়াকুব বয়ান করবেন। বাংলায় অনুবাদ করবেন মাওলানা মনির বিন ইউসুফ। 

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার আসর পর্যন্ত প্রায় সাত হাজার বিদেশি মেহমান ইজতেমা ময়দানে এসেছেন।

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে সফিকুল ইসলাম জানান, ইজতেমায় প্রতিদিন প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এ ছাড়া সিটি করপোরেশনসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ইজতেমা ময়দানে মুসল্লিদের খেদমতে নানা কর্মসূচি পালন করছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS