ভিডিও

ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০৩:০৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা মুসল্লীদের মধ্যে ৬ মুসল্লীর মৃত্যু হয়েছে বার্ধক্যজনিত ও অসুস্থতার কারণে। এদের মধ্যে একজনের মৃত্যু হয় ইজতেমায় আসার পথে। বাকিরা ইজতেমা ময়দানে মারা যান। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান জালাল মন্ডল (৬০)। তিনি সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার বড়াইখোলা গ্রামের মৃত বেলায়েত মন্ডলের ছেলে।

ইজতেমা ময়দানে মারা যাওয়া অন্য চারজন হলেন, জামালপুরের ইসলামপুর থানার গোয়ালেরচর গ্রামের ছাবির উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৬০), শেরপুর সদরের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিম মিয়া (৬২) ও দিনাজপুরে নবাবগঞ্জ থানার শেরনগর গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)। এদিকে বিশ্ব ইজতেমায় আসার পথে উত্তরার আব্দুল্লাহপুর মাছ বাজার এলাকায় বাসের ধাক্কায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবুল কাশেম (৬৫) নামে এক মুসল্লি মারা যান। 

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ গ্রুপের মিডিয়া পার্সন মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS