ভিডিও

সন্তান ভাগ করে দেয়ার ঘটনা দেশে এই প্রথম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৯:০৬ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১২:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

সন্তান ভাগ করে দেয়ার ঘটনা দেশে এই প্রথম। ভাগ হলো জাপানি দুই শিশু। বড় মেয়েকে পেয়েছেন জাপানি মা আর মেঝো মেয়ের জিম্মা পেয়েছেন বাংলাদেশি বাবা। এর আগে বিচারিক আদালতে দুই কন্যাকে জিম্মায় পেয়েছিলেন জাপানি মা। সন্তান ভাগ হওয়ায় হাইকোর্টের এই রায়ে হতাশ জাপানি নাগরিক এরিকো এবং বাংলাদেশি বাবা ইমরান। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তারা।

নানা নাটকীয়তার তিন বছরের আইনি লড়াই শেষে ভাগ হলো জাপানি দুই শিশু। সন্তান চূড়ান্তভাবে ভাগ করে দেয়ার ঘটনা সম্ভবত বাংলাদেশে এটিই প্রথম ।

বিচারিক আদালতে দুই সন্তানকে জিম্মায় পেয়েছিলেন জাপানি মা নাকানো এরিকো। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বাংলাদেশি বাবা ইমরান শরীফ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ আবেদন নিষ্পত্তি করে দুই সন্তানকে বাবা-মায়ের মধ্যে ভাগ করে দেন।

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS