ভিডিও

বৃহস্পতিবার ফেরত যাবে মিয়ানমারের সেনাসহ বিজিপি’র ৩৩০ সদস্য

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০২:১৫ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১২:২০ রাত
আমাদেরকে ফলো করুন

মিয়ানমারের চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সে দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে বিজিবি’র সার্বিক তত্ত্বাবধানে ইনানীস্থলে নৌবাহিনী জেটি ঘাট দিয়ে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমার সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও অন্যান্য সংস্থার ৩৩০ সদস্যকে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে রাখাইনের একটি শহর নিজেদের দখলে নিয়ে নেয় আরাকান আর্মি। এরপরই আশপাশের গ্রামে তীব্র গোলাগুলি শুরু হয়। গত ৪ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে আসে মিয়ানমার সেনাসহ বিভিন্ন বাহিনীর ৩৩০ জন সদস্য। তাদের ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছিল। অবশেষে দশ দিন পর নিজ দেশে ফিরে যাবে তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS