ভিডিও

শেখ হাসিনার সঙ্গে জেলেনস্কির বৈঠক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১১:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

শনিবার সকালে মিউনিখের হোটেল বেয়েরিশার হফের সম্মেলনস্থলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। খবর বাসসের।

একই স্থানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে শেখ হাসিনা রোববার রাতে মিউনিখ ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকা পৌঁছার কথা রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS