ভিডিও

বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১২:৫৬ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০২:০৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

কিছুটা কমার পর ফের বাড়তে শুরু করেছে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন দেশে বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির যে প্রবণতা ছিল সেটি দূর হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার ও বৃহস্পতিবারও সারাদেশের আবহাওয়া ও শুষ্ক থাকতে পারে। বুধবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা একদিন আগে ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS