ভিডিও

বিএনপি যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি : ওবায়দুল কাদের

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০২:০৭ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ০৬:০৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গলার জোর কমে গেছে, কিন্তু মুখের বিষ রয়ে গেছে। বিএনপি আসলে যুক্তরাষ্ট্রের কাছে যা চেয়েছিল তা পায়নি। তাই এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর এ ইস্যুতে নিশ্চুপ হয়ে গেছে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মার্কিন প্রতিনিধিদলের সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, মূলত এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে এসেছিল। আমরা বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু বন্ধুর পরিবর্তে যারা প্রভু হতে চায় তাদের দাসত্ব আমরা মানি না, মানব না। এ সময় বাংলাদেশের ঋণখেলাপী হওয়ার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সরকার দায়ী নয়, কারণ সারাবিশ্বেই মূল্যবৃদ্ধি চলছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS