ভিডিও

আ-গু-ন লাগা ভবন থেকে ৬৫ জন জীবিত উদ্ধার, হাসপাতালে ভর্তি অনেকেই

প্রকাশিত: মার্চ ০১, ২০২৪, ০২:০৪ রাত
আপডেট: মার্চ ০১, ২০২৪, ১১:২৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনে অনেকে আটকা পড়েছেন। তবে শেষ খবর পর্যন্ত ওই ভবন থেকে ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আগুন লাগার পরই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। তবে এখনো ওই আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের ঘটনায় আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, রেস্টুরেন্টের মধ্যে আগুনে আটকা পড়া একজনের স্বজন তাকে উদ্দেশ্য করে বলছেন- ‘ছাদে উইঠা যা’।

তিনি বলেন, ‘আমার আপন ভাই আগুনে আটকা পড়ছে। ওর নাম ফয়সাল।

এদিকে ছাদ থেকে উদ্ধার হওয়া একজন বলেন, ছাদে অন্তত ৫০ জনের মতো আছেন। ছাদ ভর্তি মানুষ এখনো। তবে এখনো সবাই সুস্থ আছেন।

এর আগে রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার খবর আসে।

তিনি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে, অগ্নিকাণ্ডে হতাহতদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে ৩ প্লাটুন সাধারণ আনসার ও ১ প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে বেইলি রোডের অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববতী ক্যাম্প থেকে আনসার সদস্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS