ভিডিও

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ সমর্থিতদের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: মার্চ ০২, ২০২৪, ১২:৪৪ দুপুর
আপডেট: মার্চ ০২, ২০২৪, ১২:৪৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটির নির্বাচনে আবারও নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। ২৩টি পদের মধ্যে ২১টি পদে জয় লাভ করেছে তারা। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল মাত্র দু’টি পদে জয়লাভ করেছে। শুক্রবার (১ মার্চ) রাতে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল এই ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন। আর সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। এদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জেসি জয়লাভ করেছেন। সদস্য পদে জয়লাভ করেছেন, হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া। নীল প্যানেলের জয়ী দুই সদস্য হলেন- মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ। 

গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ আইনজীবী ভোটার ভোট দেন। এর আগে ২০২৩-২৪ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টি পদে জয় লাভ করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS