ভিডিও

আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ১১:১৮ দুপুর
আপডেট: মার্চ ০৩, ২০২৪, ০২:২৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

বেইলি রোডসহ সকল আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে বেইলি রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডে প্রকৃত দায়ীদের গ্রেফতার এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ রোববার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

এ বিষয়ে রিটকারী আইনজীবী বলেন, বেইলি রোডসহ সকল আবাসিক এলাকায় রেস্টুরেন্ট এবং বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় নিহতের স্বজনদের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে প্রাণ হারান ৪৬ জন। এ ঘটনায় এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন বলে শনিবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল নেন।

উল্লেখ্য, আগুন লাগা ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট, চা-কফির দোকান ‘চুমুক’, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইনের আউটলেট ছিল বলে জানা যায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS