ভিডিও

কমল জ্বালানি তেলের দাম

প্রকাশিত: মার্চ ০৭, ২০২৪, ০৬:০৯ বিকাল
আপডেট: মার্চ ০৭, ২০২৪, ০৬:০৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ চালু করেছে। দেশে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে জ্বালানি তেলের দাম কমেছে। আগামীকাল শুক্রবার থেকে নতুন দর কার্যকর হচ্ছে।

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে দেখা যায়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে দাম কমেছে ৭৫ পয়সা। এ ছাড়া পেট্রলের দাম কমেছে ৩ টাকা ও অকটেনে কমেছে ৪ টাকা।

এতে জানানো হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমে হয়েছে ১০৮ টাকা ২৫ পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। অকটেনের দাম ১৩০ টাকা থেকে ৪ টাকা কমে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে লিটারে ৩ টাকা কমে হয়েছে ১২২ টাকা।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS