ভিডিও

‘যে কোনো মূল্যে নাবিকদের দেশে ফেরত আনা হবে’ 

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৪, ০৩:০৮ দুপুর
আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১১:১০ রাত
আমাদেরকে ফলো করুন

যে কোনো মূল্যে আমাদের নাবিকদেরকে আমরা দেশে ফেরত আনতে বাধ্য করবো বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র নাবিক ও ক্রুদের বিষয়ে এমন মন্তব্য করেন তিনি। 

আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে, জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে জলদস্যুদের সাথে যোগাযোগ করা হচ্ছে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী বলেন, জলদস্যুদের সাথে যোগাযোগের জন্য আমাদের কোনো কার্যক্রম নেই। অন্যান্য দেশের সঙ্গে আছে। তিনি আরও বলেন, সোমালিয়া থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে এ ঘটনা ঘটেছে। ফলে ধারণা করা হচ্ছে জলদস্যুরা সোমালিয়ার। তবে তাদেরকে এখনো আইডেনটিফাই করা যায়নি। 

প্রতিমন্ত্রী জানান, জিম্মি জাহাজের নাবিক ও ক্রুদের নিরাপদে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS