ভিডিও

কেন কেজিতে ১০০ টাকা বাড়ল খলিলের গরুর মাংসের দাম? জানা গেলো কারণ ( ভিডিও সহ)

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ০১:৪১ দুপুর
আপডেট: মার্চ ২৩, ২০২৪, ১০:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

৫৯৫ টাকা কেজি দরে মাংস বিক্রি করে ব্যাপক সারা ফেলেছিলেন খলিল। চলতি বছরে রমজানের শুরুতে ঘোষণা দেন, ২৫ রোজা পর্যন্ত তার দোকানে ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবেন। এতে তার দোকান “খলিল গোস্ত বিতানে” ক্রেতাদের ঢল নামে।

তবে, ২৫ রোজার কথা বললেও ১০ রোজা শেষ হওয়ার আগেই তিনি কেজিপ্রতি মাংসের দাম ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) তার দোকানে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে ব্যানার টানানো দেখা গেছে।

 

এ বিষয়ে তিনি দৈনিক করতোয়াকে বলেন, এখন গরুর দাম অনেক বেশি। তিনি কমে গরু কিনতে পারেন নি। তাই বাধ্য হয়েই ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন। তবে তার পরিকল্পনা আছে ২ দিন দোকান বলেন বন্ধ রাখবেন। যদি দাম করা মে আবারো আগের দামে বিক্রি করবেন গরুর মাংস।

তিনি আরও বলেন, যদি বর্ডার খুলে দেওয়া হয়,তবে ৫০০ টাকা কেজিতেও গরুর মাংস বিক্রি সম্ভব।


প্রসঙ্গত, বাজারে যখন ৭০০ থেকে ৭৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হচ্ছিল, তখন খলিলুর রহমান ৫৯৫ টাকায় মাংস বিক্রির ঘোষণা দেন। এরপর ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ তার দোকানে মাংস কিনতে ভিড় করে। গত শুক্রবার তিনি এক কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন বলে জানিয়েছিলেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS