ভিডিও

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার জুড়ে যানজট

প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৪, ০১:৪৯ দুপুর
আপডেট: এপ্রিল ০৯, ২০২৪, ০৪:৩৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী উপজেলার পৌলী পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে থেমে থেমে জটলার সৃষ্টি হয়েছে।


মঙ্গলবার ভোর থেকে এ জটলার সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।

দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহনও বেড়েছে। এছাড়া খোলা ট্রাক, বাস ও পিকআপ করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাচ্ছে অনেককেই । তবে একেবারে যানজটে পড়ে কয়েক ঘন্টার পর ঘন্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে না ঘরমুখো মানুষদের।


বঙ্গবন্ধু সেতু টোৱপ্লাজা সূত্র জানায়, রোববার রাত ১২ টা থেকে সোমবার রাত ১২ টা পর্যন্ত ৪৩ হাজার ৪২৭ টি যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

এদিকে পুলিশ জানায়, ভোরে মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি যানবাহন বিকল হওয়া এবং অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় জটলার সৃষ্টি হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS