ভিডিও

বায়তুল মোকাররমে ঈদ জামাতে মুসল্লিদের ঢল

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৮:০৫ সকাল
আপডেট: এপ্রিল ১১, ২০২৪, ০১:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেন।

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।
ঈদের প্রথম জামাত সকাল ৭টায় হচ্ছে। এতে ইমাম হিসেবে রয়েছেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির রয়েছেন মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম  বলেন, ভোর থেকেই মুসল্লিরা আসছেন। প্রথম জামাতে প্রচুর ভিড় হবে বলে মনে হচ্ছে।

মসজিদে প্রায় এক লাখ মানুষের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS