ভিডিও

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে আগুন

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৬:৩৩ বিকাল
আপডেট: এপ্রিল ১১, ২০২৪, ০৬:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে একটি প্রাইভেটকারে আগুন লেগেছে। ঈদের দিন আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিকেল ৫টা ১৭ মিনিটে এক্সপ্রেসওয়ের ওপর গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। গাড়িতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

ঘটনাস্থল থেকে কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর জানান, গাড়িটি বিমানবন্দরের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বনানীর দিকে আসছিল। গাড়িটি হাইব্রিড (বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত গাড়ি)। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগতে পারে। গাড়ির যাত্রী বা মালিক কাউকে এখনো পাওয়া যায়নি। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আগুন নেভানো হয়েছে। তবে ততক্ষণে গাড়িটি পুড়ে গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS