ভিডিও

সিঙ্গাপুরে ফাইবার কেবল ‘ব্রেক’র ফলে দেশে ইন্টারনেটে ধীরগতি

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ১১:৩৮ দুপুর
আপডেট: এপ্রিল ২০, ২০২৪, ০২:৪৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সিমিউই-৫) সংযোগ বন্ধ থাকায় দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। এতে ইন্টারনেট সেবার ধীরগতির ভোগান্তিতে পড়েছেন ব্যবহারকারীরা। 

রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইডথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার কেবল ‘ব্রেক’ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে। 

জানা গেছে, সিমিউই-৫ দিয়ে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ হয়। এর পুরোটাই এখন বন্ধ আছে। যার কারণে গ্রাহকরা ইন্টারনেট সেবার ধীরগতি পাচ্ছেন। আজ শনিবার (২০ এপ্রিল) বিকেলের পর জানা যাবে, কবে নাগাদ এটা স্বাভাবিক হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS