ভিডিও

বিএনপি নেতা আমানকে বিদেশ যাওয়ার অনুমতি

প্রকাশিত: মে ০৬, ২০২৪, ০২:০৫ দুপুর
আপডেট: মে ০৬, ২০২৪, ০৪:৩৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশ যেতে অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। তবে আদেশে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে এক মাসের মধ্যে তাকে দেশে ফিরতে হবে বলা হয়েছে।তার এক আবেদনের শুনানি শেষে আজ সোমবার (৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আমানের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে দুদক’র পক্ষে শুনানি করেন সিনিয়র এড. মো. খুরশীদ আলম খান।

এর আগে, ৩০ মার্চ আমান উল্লাহ আমান চিকিৎসার জন্য বিদেশ যেতে আদালতে আবেদন করেন। পরে ৩০ এপ্রিল আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজা পাওয়া ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমানকে গত ২০ মার্চ অন্তর্র্বতীকালীন জামিন দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন আমান। এ দিকে গত ২৮ মার্চ হঠাৎ বুকের ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমানকে। সেখানে চিকিৎসা শেষে ২৯ মার্চ তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS